খুলনার পাইকগাছায় শিবসা ব্রিজ থেকে দীর্ঘ দিন ধরে নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। মাঝারী ওয়েটের টোল ৫০ টাকার পরিবর্তে হ্যাভী ওয়েট ট্রাকের ১০০ টাকার রেট স্লিপ দিয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। ব্রিজের সাব লীজার আনারুল ইসলামের দায়িত্ব প্রাপ্ত লোকেরা কয়েক দিন আগে একটি ওষুধ কোম্পানির ও আকিজ গ্রুপের গাড়ীর চালকের নিকট থেকে এ অতিরিক্ত টাকা আদায় করে। বিষয়টি থানা পুলিশ সহ সড়ক ও জনপদ বিভাগের খুলনা নির্বাহি প্রকৌশলী পর্যন্ত গড়িয়েছে। তবে অভিযোগের বিষয় সাব লীজার আনারুল ইসলাম অতিরঞ্জিত বলে দাবি করেছেন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ কোম্পানির ম ৩২৬৭ ঢাকা মেট্রো গাড়ীর ড্রাইভার মো. রফিকুল ইসলাম জানান, কোম্পানির ওষুধ নিয়ে কয়রা উপজেলায় যাওয়ার পথে শিববাড়িসহ শিবসা ব্রিজে টোল আদায় কারীরা মাঝারী ওয়েটের গাড়ি ৫০ টাকার পরিবর্তে আমার নিকট থেকে হ্যাভী ওয়েট রেটের স্লিপ দিয়ে ১০০ টাকা আদায় করে। প্রতিবাদ করলে টোল আদায়ের লোকজন অসৌজন্য মূলক আচরণ করেন। যা আমি আমার কোম্পানিকে অবহিত করি। তিনি আরো জানান, ইতঃপূর্বে এ ব্রিজ থেকে ৫০ টাকা টোল আদায় করা হত যা কয়রা চাদআলী ব্রিজে চলমান রয়েছে। অন্যদিকে আকিজ গ্রুপের ঢাকা মেট্রো হ ২২৮৪ গাড়ীর ড্রাইভার মুরাদ হোসেন একই অভিযোগ করে বলেন, ৫০ টাকার জায়গায় অতিরক্ত ১০০টাকা টোল নেওয়ার কারণ জানতে চাইলে টোল আদায়কারিরা খারাপ ব্যবহার করে এবং বলেন এই রেট না দিলে এরপর থেকে অন্য রোড দিয়ে যাওয়ার জন্য বলে। তিনি ও বিষয়টি কোম্পানি সহ পাইকগাছা থানার ওসিকে জানান। অন্য একটি সূত্র জানায়, ১ টনের হলুদ পিকাপ সহ তিন চাকার গাড়ী থেকে অতিরিক্ত টোল আদায় করা হয়, যা জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে ব্রিজের সাব লীজার আনারুল ইসলাম এসব অভিযোগ অতিরঞ্জিত দাবী করে ব্রিজের টেন্ডার বঞ্চিতরা এ সমস্ত প্রচার চালাছে বলে তিনি মন্তব্য করেন। অভিযোগ প্রসঙ্গে খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী তাপসী দাশ জানান, লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।