নেত্রকোণার কলমাকান্দায় চিকিৎসার নামে এক কবিরাজের অপচিকিৎসায় এক কিশোরীর হাতে পঁচন ধরেছে ! এ ঘটনাটি ঘটেছে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামে।
স্থানীয়রা জানান ওই গ্রামের সায়েদ আলী এর কন্যা ইভা আক্তার শাপলা (১৫) হাতে প্রায় ১৬ দিন আগে খোস পাঁচড়া দেখা দিলে তাহলে স্থানীয় কবিরাজ মিজান মিয়া'র কাছে যান তার পরিবার লোকজন। কবিরাজ মিজান কিশোরীর হাতে চিকিৎসা শুরু হলে তার অপচিকিৎসায় শাপলা'র ওই হাতে পঁচন ধরে। কিন্তু কবিরাজ বলেছে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, প্রয়োজন যখন হবে তখনই আমিই বলবো। প্রায় ১৬ দিন চিকিৎসার থাকার পর অবস্থা অবনতি হলে শুক্রবার রাতে শাপলাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা নেয়া হয়।
শাপলা'র খালা রিনা বেগম প্রতিনিধিকে জানান ১৬ দিন আগে বিছা ( এক ধরনের বিষাক্ত পোকা) লাগে। এরপর থেকে স্থানীয় মিজান কবিরাজ চিকিৎসা করেছে। শাপলার ওই হাতে পঁচন ধরেছে। হাতে পোকা হয়ে গেছে। প্রচ- যন্ত্রণায শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু চিকিৎসকরা দেখে তাকে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে যেতে পারছিনা। টাকা জোগাড় করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাবো।
গ্রাম্য কবিরাজ মিজানের বাড়ি একই উপজেলার রংছাতী ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামে। তার মুঠোফোন বন্ধ থাকায তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশেক উল্লাহ খান প্রতিনিধিকে জানান শাপলা'র হাত পঁচন ধরেছে। আমরা সাধ্যমত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। এক্সে রিপোর্ট দেখার পর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করবো।