বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা শ্রমীকলীগের উদ্যেগে র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাডভোকেট মো.আবুল কাসেম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুজা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।