নড়াইলে প্রথম নারী জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন নীলুফার শিরিন। এ উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজ নীলুফার শিরিনকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষসহ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ নীলুফার শিরিন বলেন, সকলের সহযোগিতায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নড়াইলকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
এর আগে নীলুফার শিরিন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা জজ, খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শ্রম আদালত খুলনার চেয়ারম্যানসহ (জেলা ও দায়রা জজ) বিচার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।