আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে পিএসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৮(১৯)/১৯ এর আসামি ফকরাবাদ গ্রামের মৃত গহর আরি গাজীর পুত্র আবদুল আজিজকে এবং এএসআই কায়ছারুল ইসলাম সিআর- ৯৬/১৯ আসামি বুড়িয়া গ্রামের কালিপদ দাসের পুত্র সাহেব দাসকে গ্রেফতার করেন।