আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ডলার বিক্রয়ের ফাঁদে ফেলে প্রতারনাকারী চক্র আবারও সক্রীয় হয়ে উঠেছে। পুলিশ কয়েক বার ডলার চক্রের সাথে জড়িতদের আটক করলেও আদালত থেকে জামিন নিয়ে সময়ের ব্যবধানে আবারও তারা অপরাধ জগতে ঢুকে পড়ছে।
কুল্যা ইউনিয়নের মহাজনপুর, দাঁদপুর ও আইতলাসহ বিভিন্ন এলাকার সদস্যদের নিয়ে ডলার বিক্রয়ের নামে প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ অবৈধ কারবার করে আসছে। কমমূল্যে ডলার সরবরাহের নামে মানুষকে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কারবার করে থাকে চক্রটি। মাঝে মধ্যে ভোল পাল্টে মাদক ব্যবসাও করে থাকে কেউ কেউ। এনিয়ে অনেকবার অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ অনেককে গ্রেফতারও করেছে। জনপ্রতিনিধিগণ প্রতিরোধে অনেকবার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কিছুদিন থেমে থাকলেও একেবারে বন্ধ হয়নি, তাই দেখা গেছে ক্ষণবিরতির পর আবার কারবার যথারীতি শুরু হয়ে থাকে। এনিয়ে কুল্যা ইউনিয়নে মানববন্ধন ও অসংখ্যবার সংবাদ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি আবারও বড় ধরনের ডলার ও প্রতারনার ঘটনা ঘটেছে। ঘটনার শিকার হয়েছেন, কলারোয়ার ওয়ার্কসপ ব্যবসায়ী জেহের আলি এবং আবদুল আজিজ মাস্টার নামে এক ব্যক্তি। ডলার চক্রের সাথে জড়িত মহাজনপুর, আইতলা ও দাদপুর গ্রামের প্রতারকরা জেহের আলির কাছ থেকে ৭০ হাজার টাকা এবং আবদুল আজিজ মাষ্টারের কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা খুইয়ে হতভম্ভ জেহের আলি ও আবদুল আজিজ মাষ্টারকে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি পাশে দাঁড়ালেও শক্ত ডলার চক্রের ভয়ে তেমন কিছু করতে পারেননি তারা। প্রতারনার শিকার ব্যক্তিদ্বয়সহ এলাকার সচেতন অনেকে সাংবাদিকদের জানান, এই চক্রের মহাজনপুর গ্রামের রহমত আলি, আঃ ছালাম, লিটন, রাশি, আঃ ছালাম (২), উকিল, সিরাজউদ্দিন, মুক্তার আলি, ইয়াছিন, জাহাঙ্গীর, আইতলা গ্রামের নজরুল, দাঁদপুর গ্রামের আজিজুরসহ অনেকে এই কারবারের সাথে জড়িত। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।