কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া হাসপাতাল রোডস্থ মোমেনা সুপার মার্কেটের ইউনিয়নের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মীর সাহাদাৎ হোসেন। সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আ.লীগ নেতা মফিজুল ইসলাম লাভলু আসাদুজ্জামান আসাদ, সোহাগ খান, সেলিম হোসেন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সহ.সম্পাদক জালালউদ্দিন, সহ.সাংগঠনিক সম্পাদক আবু ইছা টিটু, প্রচার সম্পাদক নাদিমুজ্জামান, অর্থ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা আবদুস সালাম, পলাশ, সামীম, রিপন, মেহেদী, আবদুল হাই, কবির, রিয়াজুল, আক্তারুজ্জামান, হাসান, ফারুক, ইমন, ফয়সাল, আবদুল আলিম, রফিক, ফরহাদ, নাজমুল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক কাজী আবদুল্লাহ আল হাবীব।