কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জিম নামের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী ইফটিজিং এর স্বীকার হয়েছে। ভিডিও কনফারেন্স অপারেটর মুরাদ কর্তৃক ভিডিও কম্পিউটার কক্ষেই কিশোরীকে গোপনাঙ্গের কাপড় খুলে ছবি তোলার কথা বলে শরীরের স্পর্শ কাতর অঙ্গে হাত দিলে কিশোরী চিৎকার দেয়। এ অবস্থায় আশপাশের লোকজন ভীড় জমায়। কিছুক্ষণ পর ভূরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইস এম মাগফুরুল হাসান আব্বাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার অফিস চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। তাঁকে মোবাইলে কয়েক বার কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোনে জানান, আমরা ঘটনাটি খতিয়ে দেখার পর ব্যবস্থা নেব।