প্রথম বিভাগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে শনিবার থেকে। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে ২০ দল। তৃতীয়বারের মতো প্রথম বিভাগ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্র। গতবার শিরোপা জিতেছিল অগ্রণী ব্যাংক। চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে খেলবে দলগুলো। প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। উদ্বোধনী দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে উত্তরা ক্রিকেট ক্লাব ও সূর্য তরুণ ক্লাব। একই সময় চার নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে খেলবে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। তিন নম্বর মাঠে অন্য ম্যাচে বিকেসপির বিপক্ষে লড়বে ইন্দিরা রোড ক্রীড়াচক্র। চার নম্বর মাঠের লড়াইয়ের দুই প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব। প্রথম বিভাগ টি-টোয়েন্টিতে কে কোন গ্রুপে:
‘এ’ গ্রুপ: উত্তরা ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, সূর্য তরুণ ক্লাব।
‘বি’ গ্রুপ: বিকেএসপি, কলাবাগান ক্রীড়া চক্র, এক্সিয়ম ক্রিকেটার্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়াচক্র।
‘সি’ গ্রুপ: অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, র্যাপিড ফাউন্ডেশন, কালিন্দি ক্রীড়া চক্র, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, আজিম ক্রিকেট ক্লাব।
‘ডি’ গ্রুপ: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, উদয়চল ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব।