টানা বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ মহিলা এ দল ও ভারত মহিলা ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসই সম্ভব হয়নি। আগামি শনিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এর আগে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।