স্বাধীনতার প্রায় সাড়ে ৪৭ বছর পর বিদ্যুৎ সুবিধার আওতায় এল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বিচ্ছিন্ন এক জনপদ মল্লিকের চর।
গতকাল (বৃহ¯পতিবার) রাতে মল্লিকের চর গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক স¤পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোঃ আবু তাহের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী শাহ মোঃ আলমগীর কবির, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি, ইমামপুর ইনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্য মৃণাল কান্তি দাস বলেন, সরকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ইতোমধ্যে দেশের অর্ধেকেরও বেশী উপজেলার শতভাগ অংশে বিদ্যুৎ সুবিধা পৌছে দিয়েছে। আগামি ২০২০ সাল মুজিব বর্ষে বাংলাদেশের সকল উপজেলার শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন জানান, গজারিয়া উপজেলাটি ইতোপূর্বে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা হলেও অব-গ্রীড এলাকা হওয়ায় মল্লিকের চরে বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। পরবর্তিতে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃক নিকটবর্তী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালীপুরা বাজার হইতে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল ও ওভারহেড লাইন সহ ৪.৭২৫ কিলোমিটার লাইন তৈরি করা করে মল্লিকের চরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এতে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা।
এদিকে বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত মল্লিকের চর বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।