ঋণের দায়ে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক খুলনার পাইকগাছা শাখা কর্তৃপক্ষ স্বামী-স্ত্রীকে রাতে ৫ ঘন্টা আটক রেখে মানষিক নির্যাতনে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে। গণমাধ্যমকর্মীদের সহযোগীতায় থানা পুলিশের হস্তক্ষেপে দম্পত্তি উদ্ধার হয়।
অভিযোগে জানাযায়, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের মীর আহম্মাদ আলীর ছেলে মিল ব্যবসায়ী মীর আকরাম হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগমকে বিকেল ৫টা দিকে পৌরসদরে একটি হোটেল খাবার খাছিলেন। এ সময় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ পাইকগাছা শাখা কর্তৃপক্ষ দম্পত্তিকে সেখান থেকে উঠিয়ে এনে রাত্র ১০ টা পর্যন্ত আটক রাখে। আটক রেখে তাদের উপর মানুষিক নির্যাতন ও ভয়ভীতি দেওয়া হয়। দম্পতি আটক রাখার খবরে রাত ৮টার দিকে গণমাধ্যমকর্মীরা ব্যাংকে যেয়ে দেখেন ব্যাংকের প্রধান ফটকে ৩টি তালা ঝুঁলছে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে কয়েক জন এগিয়ে আসেন। দম্পতি আটক রাখার বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোর্তুজার কাছে জানতে চাইলে তারা গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচারণ করেন। বিষয়টি গণমাধ্যমকর্মীরা পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানালে তিনি এসআই রকিবুল ইসলামকে সঙ্গীয় ফোর্স দিয়ে পাঠান। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন প্রধান ফটকে তালা লাগানো। এরপর ব্যাংক কর্তৃপক্ষকে অবগত করলে তালা খুলে ভিতরে প্রবেশ করে দম্পত্তি আটকের বিষয় নিশ্চিত হন।
দম্পতি জানান, আমাদের কাছে ব্যাংক টাকা পাবে বলে উকিল নোটিশ পাঠিয়েছিল। এরপর পর আমরা টাকা পরিশোধের জন্য চেষ্টা করছিলাম। টাকার জন্য পাইকগাছায় আসি এবং হোটেলে খাওয়ার সময় ব্যাংকের কিছু লোক যেয়ে বলেন, ব্যাংক ম্যানেজার আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সঙ্গে এক্ষণি যেতে হবে। আমাদের হোটেলে খাওয়া অসম্পন্ন অবস্থায় উঠিয়ে এনে আটকে রাখে। ব্যাংক ম্যানেজার আমাদের বলেন টাকা না দেওয়া পর্যন্ত আপনাদের ছাড়বো।
ভুক্তভোগী মীর আকরাম হোসেন জানান, ম্যানেজারকে বলেছি আমাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। আমরা আপনাদের টাকা পরিশোধ করে দিব। আমার অসুস্থ স্ত্রীকে যেতে দেন। বাড়িতে আমার শিশু সন্তান কান্নাকাটি করছে। কিন্তু ব্যাংক ম্যানেজার আমাদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অমানবিকভাবে মানষিক নির্যাতন করেন। এমনকি ব্যাংক ম্যানেজার বলেন টাকা না দেয়া পর্যন্ত সাংবাদিক ও প্রশাসন যেই আসুকনা কেন তোমাদের ছাড়া হবেনা, টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। স্বামী-স্ত্রী থাকার জন্য ঘর দিব বলেও ইভটিজিং করেন ম্যানেজার। এ ঘটনায় ব্যাংকের বাইরে উপস্থিত শতশত মানুষ বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন।
এদিকে রাত সাড়ে ৮ টার দিকে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওয়ার্ড কাউনন্সিলর তৈবুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা আটক রাখার বিষয়ে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার বলেন তাদের কাছে ঋণের টাকা পাওনা, তাই তাদের কে ডেকে এনেছি মাত্র। থানা পুলিশ, পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে রাত ১০ টার দিকে তারা অবরুদ্ধ থেকে উদ্ধার হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোর্তুজা মুজিব পরদেশী মুঠোফোনে জানান, দম্পতিকে আটকে রাখার বিষয়টি সঠিক নয়, শুধুমাত্র নিকোজেশান করতে তাদের আনা হয়েছিল। ব্যাংক টাইমের বাইরে তাদেরকে মোটরসাইকেল যোগে নিয়ে আসা ও দীর্ঘ সময় তাদের আটকে রেখে কি নিকোজেশান করলেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন,ভাই আমার অফিসে আসেন কথা বলবো।