বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী ছাএ আবরার হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।এসময় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেল, সাধারন সম্পাদক নুরনবী রাজু, পৌর ছাত্রদলের সভাপতি এমরান হোসেন স্বপন, মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল সহ ছাত্রদলের অন্যান্যে নেতৃবৃন্দ।