বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ বাদশা শেখ সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরৎ চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বাগেরহাট ১আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থতা কামনায় দোয়াসহ সম্মেলন উপলক্ষে আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।
চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মুুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, যুগ্ম সম্পাদক শেখ বেল্লাল হোসেন, শেখ কেরামত আলী, অর্থ বিষয়ক সম্পাদক ও চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, প্রচার সম্পাদক মোঃ সোয়েল মোল্লা ও যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।