মা ইলিশ রক্ষার ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলার হিজলা উপজেলার নৌ-পুলিশের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ট্রলার মালিকসহ আট জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আটককৃতদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদ- ও অন্যান্যের নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
হিজলা নৌ-পুলিশের ওসি শেখ বেল্লাল হোসেন জানান, মা ইলিশ আহরনের জন্য ট্রলারভর্তি করে অবৈধ কারেন্ট জাল নিয়ে যাওয়ার সময় মেঘনার শাখা নদী বাউসিয়া পয়েন্ট থেকে তিন বস্তা জাল ও ট্রলারের মালিকসহ আট জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাল ব্যবসায়ী ইউসুফকে এক বছর দুইমাস, ট্রলার মালিক আবদুল জব্বারকে একবছরের কারাদ- এবং তাদের সহযোগি শাওন, বেল্লাল, মিলন, শাহাদাত, আসিফুল হুদা ও জাহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ মাদানবুনিয়া গ্রামের বাসিন্দা।