সদ্য ঘোষিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্র। জেলা বিএনপির নেতৃবৃন্দের অনুমতি এবং তাদের না জানিয়ে পুর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেয়ায় বৃহস্পতিবার রাতে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।
বিএনপির বরিশাল দক্ষিণ জেলার সভাপতি এবায়েদুল হক চাঁন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন ইউনিট কমিটি গঠনের পূর্বে অবশ্যই অধিনস্ত স্থানীয় জেলা, উপজেলা বা মহানগর বিএনপির নেতৃবৃন্দর সাথে আলোচনা করে নিতে হবে। এ মর্মে সস্প্রতি কেন্দ্র থেকে আমাদের কাছে চিঠি এসেছে। যা আমরা আমাদের অধিনস্ত সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। কিন্তু চিঠি দেয়ার পরেও গত ৬ অক্টোবর অনুমোদন হওয়া বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে বরিশাল উত্তর বা দক্ষিণ জেলা বিএনপির কাছ থেকে কোন অনুমোদন কিংবা সুপারিশ বা তাদের অবগত করা হয়নি। এজন্য জেলা বিএনপির দেয়া অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির কার্যক্রম পুরোপুরিভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ বা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে। অপরদিকে শুক্রবার সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী বলেন, অনিবার্য কারণবশত কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে বলে শুনেছি। তবে এ ধরনের কোন চিঠি এখনও আমরা পাইনি। জেলা বিএনপি নেতার অভিযোগের বিষয়ে ব্যখ্যা দিয়ে তিনি আরও বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের বিষয়ে যে চিঠির কথা বলা হয়েছে সেটা সঠিক। তবে ওই চিঠি আমরা গত এক মাস আগে পেয়েছি। অথচ আমাদের যে পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে সেটা আরও ছয় মাস আগে কেন্দ্রে জমা দেয়া হয়। সেই কমিটিই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।