কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধানের পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব রাজারহাটে অনুষ্ঠিত সভায় রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আবদুস ছালাম মাষ্টার, রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা জোবায়েদুর রহমান, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, উপজেলা স্কাউটসের সেক্রেটারি আবদুল লতিফ মোল্লা, উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও জেলা পরিষদের সদস্য আবদুস ছালাম প্রমুখ। বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে বলেন- রাজারহাট উপজেলা চত্বরকে চির সবুজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান ভুলবার নয়। শেষে উপজেলা পরিষদ, সাংবাদিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।