কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা শাখার যৌথ আয়োজনে ভূমিহীনদের পূণর্বাসন, মিল কারখানা তৈরি, খাসজমি উদ্ধার করে বন্টন করার দাবীতে ভূমিহীনরা র্যালী ও মানববন্ধন করেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ গেট ২শতাধিক ভুমিহীন একটি র্যালী বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধন করে। এর আগে ওই দিন সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ গেট সংলগ্ন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা শাখা অফিস ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। এ সময় নবনির্মিত অফিসে ভূমিহীনদের নিয়ে এক আলোচনা সভায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক এমডি ফিরোজ হামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমিন, সাংগাঠনিক সম্পাদক এম এ আকরাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজগার আলী, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এস কে মিন্টু চন্দ্র রায়, বিশ্বনাথ কর্মকার, আঃ বাতেন ও উপজেলা ভূমিহীন আন্দোলনের সদস্য সচিব নিমাই চন্দ্র বর্মণ।