পিতা-মাতা হারা এতিম খুশি খাতুনকে বিয়ে দিলেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান। আর এই এতিমের বিয়েতে সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর ও শেখ রাসেল বালিকা শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র বৃহস্পতিবার রংপুর পর্যটন মোটেলে এতিম মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেখা গেছে, আর দশটি জাঁকজমক পূর্ণ বিয়ের মতো বেজেছে যন্ত্র সঙ্গীত বাজনা। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিমন্ত্রনে এসেছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিক ও বড়বড় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
জেলা প্রশাসন সূত্র জানায়, মোছা, খুশি খাতুন (১৮) নামে এতিম মেয়েটি ছোট বেলা থেকে মানুষের বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে ছিল। সেখানে সে শারীরিক নির্যাতনের শিকার হয়। গৃহকর্তার নির্যাতনে সে ওই বাসা থেকে পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে থানায় সোপর্দ করেন। ২০১৪ সালে ২৫ এপ্রিল ঠাঁকুরগাও জেলা শিশু কল্যাণ বোর্ড কর্তৃক রংপুর সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে (বালিকা) রাখা হয়। সেখানে ১৮ বছর পূর্ণ হলে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে কারুপণ্য নামে শতরঞ্জি তৈরি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া হয়। পরে রংপুর নগরীর নিউ সাহেবগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে লিমন মিয়ার সাথে তার বিয়ের বিষয়টি পাকাপোক্ত করে জেলা প্রশাসন। ছেলেটির পেশা রাজমিস্ত্রী।