কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গয়ালাপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল হক (৬৫) শুক্রবার সকালে ট্রেনের নীচে কাঁটা পড়ে মারা গেছে। জানা গেছে শুক্রবার সকালে মহিনন্দ রেল ক্রসিং এলাকায় মতির দোকানে চা পান করে নিজ বাড়ি ফিরছিলেন। রেল ক্রসিং পারাপারের সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গামী লোকাল মেইল ট্রেনের নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।