রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলদেশ মনোবিজ্ঞান সমিতি রংপুর অঞ্চলের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি মোকসেদুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, কোষধক্ষ হাছিবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবু হাসেম, সাংগঠনিক সম্পাদক এ বি এম আসাদ উদ দৌলা পলাশ, সদস্য রুহুল আমিন মিয়া, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পীযুয মোহন্ত, সহ সম্পাদক হাবিবুর রহমান উজ্জল, সাইকো থ্রাপিষ্ট শরিফ, সুবর্না বসু, সালমা সুলতানা, সোহেল রানা, কৃপা সিন্দু বর্মন, রেজওয়ানুল হক, সাইকোলজিস্ট এমএ আহাদ শাহ ও রংপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।