ইলিশ সংরক্ষন করায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের মা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আড়ত মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে জব্দকৃত ইলিশ স্থানীয় কওমী মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে প্রদান করা হয়।
বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক জানান, একইদিন সন্ধ্যায় বিভাগের বিভিন্ন নদ-নদী ও মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটকের পর ৫৫ হাজার টাকা ও এক ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উদ্ধার করা হয়েছে এক দশমিক ৬৯৯ মেট্রিক টন ইলিশ। যা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।