জেলার মুলাদী সদর ইউনিয়নে চারবছরের এক শিশুকে ধর্ষনের ঘটনা সালিশে ধামাচাঁপা দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কতিপয় প্রভাবশালীরা। অবশেষে ঘটনার সাতদিন পর বুধবার রাতে শিশু ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুলাদী সদর ইউনিয়নের বাসিন্দা চার বছর বয়সের ওই শিশুকে গত ২ অক্টোবর বেলা ১১ টার দিকে প্রতিবেশী মৃত তাজেম আলী খানের বখাটে পুত্র ফরিদ খান (৪০) খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববতী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করে।
ধর্ষিতা শিশুর মা অভিযোগ করেন, ঘটনার পর তিনি বিষয়টি জানতে অভিযুক্ত ফরিদ খানের কাছে গেলে অকপটে বিষয়টি সে স্বীকার করে সমঝোতার প্রস্তাব দেয়। পাশাপাশি স্থানীয় কতিপয় প্রভাবশালীরা জোরপূর্বক একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর রেখে ঘটনাটি সালিশ বৈঠকের মাধ্যমে রফাদফা করার চেষ্টা করেন। এদিকে ওই শিশুটি অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরে ওসিসি কর্তৃপক্ষ বিষয়টি মুলাদী থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় শিশুর চাচা বাদি হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টাকারীদেরও অভিযুক্ত করা হয়েছে।