নগরীতে ব্যাটারি চালিত হলুদ অটোরিক্সার (ইজিবাইক) নবায়ন বন্ধ করা হলেও থেমে নেই অবৈধ টোকেন ব্যাণিজ্য। এতে চরম বিপাকে পরেছে অটোরিক্সার মালিক ও শ্রমিকরা। মেয়াদহীন অবৈধ টোকেন থেকে মাসিক ভাড়া হিসেবে চার হাজার টাকা করে নিচ্ছেন একাধিক টোকেন মালিকরা।
একাধিক ইজিবাইকের চালকরা অভিযোগ করেন, মেয়াদহীন অবৈধ টোকেন ভাড়া দেয়ার আগে টোকেন মালিকদের জামানত বাবত ৩০ থেকে ৫০ হাজার টাকা করে দিতে হচ্ছে। বিসিসি’র মেয়র অটো শ্রমিকদের দিকে তাকিয়ে ব্যাটারি চালিত হলুদ অটোরিক্সার (ইজিবাইক) নবায়ান বন্ধ করে বিভিন্ন সড়ক নির্ধারন করে দিলেও অবৈধ টোকেন দিয়ে ভাড়া নিচ্ছেন কয়েকজন কাউন্সিলরসহ কতিপয় অসাধু ব্যক্তিরা। চালকরা আরও অভিযোগ করেন, শ্রমিকদের সুবিধার জন্য বিসিসি’র মেয়র টোকেন নবায়ন বাতিল করার ঘোষনা দিলেও তা মানতে নারাজ ওইসব টোকেন ব্যবসায়ীরা।
সূত্রমতে, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে টোকেন মালিকগন ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সংগঠনগুলোকে ভিন্নখাত দেখাচ্ছেন। একইসাথে তারা বলে বেড়াচ্ছেন হলুদ অটোরিক্সা বন্ধ করার তথ্য সঠিক নয়। টোকেন বৈধ্য করতে তারা আন্দোলনের জন্য রাস্তায় নামবেন বলেও সূত্রগুলো নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর হোসেন নামের এক অটোরিক্সা চালক জানান, জামানত বাবদ তাকে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। এখন টোকেন ফেরত দিতে চাইলেও জামানতের টাকা নিয়ে টোকেন মালিক নানা টালবাহানা শুরু করছে।
এ ব্যাপারে জেলা ও মহানগর অটোরিক্সা শ্রমিক সংগঠনের সভাপতি আফজাল মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ লেদু সিকদার বলেন, মেয়রের নির্দেশে সকল টোকেন বাতিল ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের সুবিধার জন্য ইতোমধ্যে শ্রমিক সংগঠন মেয়র ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে। সেখান থেকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে শ্রমিকদের বাঁচাতে সেভাবেই কাজ করা হবে। তারা আরও বলেন, এখনও যারা টোকেট বাণিজ্য করে আসছে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করা হবে।