১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্ততিসভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, জেলা রেজিষ্টেশন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, প্রতিবন্ধী শিক্ষক মোঃ মোহসীন, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সমন্বিত প্রতিবন্ধী সেবা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইবরাহীম, কিশোরগঞ্জ মিতালী সংঘের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, আশার আলো সমাজ উন্নয়ন সংস্থার সাব্বির আহমেদ, হেমার ইডি আশরাফুল আলম শরীফ, প্রোভাইড এর চেয়ারম্যান রফিকুল ইসলাম সুজন প্রমুখ। সভায় ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।