জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের মা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ইলিশ সংরক্ষনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আড়ত মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ইলিশগুলো মাহিলাড়া কওমী মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে দেয়া হয়। বুধবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্যরা। এর আগে উপজেলার বিভিন্ন বাজারের মৎস্য আড়তগুলোতে অভিযান চালানো হয়।