পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর মহিপুরে মা ইলিশ মজুদ করার অপরাধে আল্লাহ ভরসা মাছের ম্যানেজার আবদুল মান্নান এবং মাছ ধরা ট্রলারের খালাসী মো. ইউসুফকে আটক করে ইলিশ সংরক্ষণ ও মজুদ করার অপরাধে তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই সময় মাদক বহনের অভিযোগে মাছের আড়তের মালিক তানভীর আহমেদ লুনা আকনকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় প্রায় একটন মা ইলিশ জব্দ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার দাসও কোস্টগার্ড নিজামপুরক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দ করা ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।