ভেড়ামারা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) আবদুল আলীমের সাথে মতবিনিময় করেছেন ভেড়ামারা প্রেসক্লাবের নেতৃবন্দ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা থানায় সাংবাদিক নেতৃবৃন্দ মতবিনিময় করেন। ভেড়ামারা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম’র নেতৃত্বে এক ঝাঁক জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা ওসি আবদুল আলীম’র সাথে ভেড়ামারার রাজনৈতিক, সামাজিক আইন শৃঙ্খলার উন্নয়নে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক নেতা ইসমাইল হোসেন বাবু, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সাম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও কুষ্টিয়ার মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহ্ জামাল, দৈনিক খোলা কাগজ এবং আন্দোলনের বাজার পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি এসএম আবু ওবাইদা আল মাহাদী, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক ফিরোজ মাহমুদ। প্রেসক্লাবের সদস্য, দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক মাসুদ রানা, দৈনিক আল আমীন পত্রিকার আজিজুল ইসলাম, দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক মিলন আলী, দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক নোমান জহির রাজা, দৈনিক টিচার পত্রিকার সাংবাদিক মাহমুদ্দোল্লাহ সোহেল, কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক জহিরুল কবির নবীন, সাগর হোসেন পবন, জহুরুল ইসলাম প্রমুখ।