মুলাদীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর নির্দিষ্ট কমিশন ছাড়া কোনো প্রকল্পের কাজ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকার বরাদ্দ দিলেও উপজেলার কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানিফ শিকদার জলবায় প্রকল্প, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, টিআর কাবিখা প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ফাইল আটকে কমিশন আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়ন চেয়ারম্যানসহ প্রকল্প সংশিষ্ট ঠিকাদাররা। এনিয়ে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ও প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও কাজের বিল আটকে যাওয়ার ভয়ে কেউ মুখ খুলছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান যেকোনে প্রকল্পের জন্য পিআইও হানিফ শিকদারকে কমিশন দিতে হয়। এর মধ্যে জলবায়ু প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি সবচেয়ে বেশি কমিশন নেন। একটি আয়রন ব্রিজ প্রকল্পের জন্য পিআইওকে দিতে হয় ২০ % ঘুষ দিতে হয়। বিভিন্ন ইউনিয়নের প্রকল্প সভাপতিগণ জানান ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির জন্য মুলাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদারকে ২২% কমিশন দিতে হয়। তার চাহিদা মতো কমিশন দিতে অস্বীকার করলে মাসের পর মাস ফাইল তার টেবিলে পড়ে থাকে। ফলে দীর্ঘ দিনেও বিলের টাকা পাওয়া যায়। এতে একদিকে প্রকল্প এক জায়গায় এসে থেমে থাকে অপরদিকে শ্রমিকদের দিয়ে কাজ করালে তাদের বিল পরিশোধ করতে বিলম্ব হয়। আর একবার এধরণের ঝামেলা সৃষ্টি হলে পরবর্তীতে কাজের জন্য কোনো শ্রমিক পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কমিশন দিতে হয়। গাছুয়া ইউনিয়নের শ্রমিক আবদুল কাদের জানান ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ স্থানীয় শ্রমিক দ্বারা করানো কথা। কিন্তু প্রকল্প সভাপতিগণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে কোনো শ্রমিকদের কাজ না দিয়ে ভেকু যন্ত্র দিয়ে কাজ করিয়ে বিল উত্তোলন করে নিচ্ছেন। পিআইও ২০-২৫% কমিশন নিয়ে এসব কাজের বৈধতা দিয়ে যাচ্ছেন। ভুয়া কমিটি, ভুয়া স্বাক্ষর দিয়ে প্রকল্প সভাপতিগণ নামে বেনামে এসব কাজের বিল উত্তোলন করে নিচ্ছেন। উপজেলার জমি আছে ঘর নাই আশ্রয়ণ প্রকল্পেও কমিশন নিচ্ছেন পিআইও হানিফ শিকদার। নিজের তত্ত্বাবধানে ঘর নির্মানের জন্য নি¤œমানের সামগ্রী তৈরি করে সাধারণের মাঝে বিতরণের অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায় জমি আছে ঘর নাই এমন ব্যক্তিদের গৃহনির্মাণ প্রকল্পে (আশ্রয়ন-২) উপজেলায় ১২৫টি ঘর নির্মানের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পিআইও হানিফ শিকদার একটি ঘরের জন্য সর্বোচ্চ ৭০ হাজার টাকা খরচ করে বাকী টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বিভিন্ন প্রকল্পে পিআইওকে কমিশন দিতে গিয়ে ঠিকাদাররা নি¤œমানের কাজ করছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্রিজ নির্মাণ করা হয়েছে ঠিকই কিন্তু সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এসব ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না কলেও পিআইওকে কমিশন দিয়ে সমূদয় বিল উত্তোলন করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার কমিশন নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান আমি কোনো প্রকল্প থেকে টাকা-পয়সা গ্রহণ করি না।