আগৈলঝাড় থেকে চার জন ইয়াবা ব্যবসায়ীকে ২৩২ পিস ইয়াবা ও ১ কেজি দুইশত ৫৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে বরিশাল র্যাব -৮ এর সদস্যরা। র্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতাকৃতদের বরিশাল কারা গারে পাঠানো হয়েছে।
অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. নাসির উদ্দি জানান, ২৩২ পিস ইয়াবা ও ১ কেজি দুইশত ৫৫ গ্রাম গাঁজাসহ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বারপাইকা গ্রামার নিহার রঞ্জনের পল্টিফার্সের কাছ থেকে সোমবার চার জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
গ্রেফতাকৃতরা হলো, আগৈঝাড়ার রতœপুর ইউনিয়নের হাওলা গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী নরেন্দ মন্ডল এর ছেলে বিকাশ মন্ডল (৩০), কাঠীরা গ্রামের চৈতান্ন হালদারে ছেলে নয়ন হালদার(২২), উজিরপুরে দক্ষিণ সাতলা গ্রামের রবিন্দ্র রায়ের ছেলে রঞ্জন রায় (২২) ও কেরানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের আবদুল আজ্জিুল হাওলাদারে ছেলে মানিক হাওলাদার (৩২)।
বরিশার র্যাব-৮ এর ডিএডি খলিলুর রহমান বাদীহয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ০৫।
গ্রেফতাকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশদেন। আদালতের নির্দেশে তাদের কে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।