উপজেলা পর্যায়ে দেশেরমধ্যে সবচেয়ে বেশি দুর্গা পূজা মন্ডব নিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন দুর্গাৎসব। ওই উপজেলার পাঁচটি ইউনিয়নের পূজা মন্ডপের সংখ্যা ১৫৪টি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যদিয়ে মঙ্গলবার দশমী তিথিকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার আচার অনুষ্ঠান শেষ হয়েছে।
এ বছর বরিশাল বিভাগীয় ও জেলার সরকারকারী কর্মকর্তা থেকে শুরু করে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আগৈলঝাড়ার বারপাইকা সার্বজনীন পূজা মন্দিরের সু-দৃশ্য তোরণ, দেবাদিদেব মহাদেবের স্থাপন করা বিশাল মূর্তির নীচ দিয়ে সুরঙ্গ পথে মন্দিরে প্রবেশ এবং পূজা মন্দির থেকে বের হবার জন্য পদ্মা সেতুর আদলে নির্মিত ১৫০ ফুট দীর্ঘ সেতু। প্রবেশের সুরঙ্গ পথের মধ্যেই স্থাপন করা হয়েছে কৃতিম পাহাড় ও বিভিন্ন দেব-দেবীর মুর্তি।
স্বেচ্ছাশ্রমে বারপাইকা গ্রামের যুব সমাজের উদ্যোগে নয়নাভিরাম সু-দৃশ্য নির্মাণ শৈলীর কাজ করেছেন এলাকার তিন হাজার শ্রমিক। পূজার দুই মাস আগে থেকে তারা কাজ শুরু করেছেন। তাদের সেই শ্রম স্বার্থক করেছে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ভারত থেকে আসা দর্শনার্থী ও স্থানীয় দর্শনার্থীদের ভূয়ষী প্রসংশায়। প্রতিদিন আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলার হাজার হাজার দর্শনার্থীরা ভীড় করেছেন বারপাইকা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপের নয়নাভিরাম নির্মাণ শৈলী দেখার জন্য।
মন্দির কমিটির সভাপতি নিহার রঞ্জন রায় জানান, ১৯৬৭ সাল থেকে রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে সার্বজনীন দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বারপাইকা যুবসমাজের উদ্যোগে গত সাত বছর ধরে বাহারী ভিন্নরকমের আয়োজনে পূজার ব্যাপকতা লাভ করে। এ বছর দুর্গা পূজা উপলক্ষে দুই মাস আগে থেকে মন্দিরের সামনে সু-দৃশ্য তোরন বা গেট নির্মানের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে এলাকার যুবসমাজ। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন যুবক স্বেচ্ছাশ্রমে তিল তিল করে দিনে ও রাতে বাঁশ, কাঠ, কাপড় ও কশীটসহ আনুষঙ্গিক মালামাল দিয়ে দুই মাস কাজ করে নির্মান করেছে সু-দৃশ্য নয়নাভিরাম তোরণ, পদ্মা সেতুর আদলে দেড়শ’ ফুট লম্বা সেতু। যার নামকরণ করা হয়েছিলো “পদ্মা সেতু”। সেতুর একদিকের রেলিংএ রয়েছে প্রধানমন্ত্রী বঙ্গরতœ শেখ হাসিনার ভিশন ২০২১ বিভিন্ন উন্নয়নের চিত্র এবং অপরপাশে ছিলো-গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন চিত্র। নির্মান কাজের মূল কারিগর ছিলেন বারপাইকা গ্রামের বিবেক সরকার, প্রিয়লাল বিশ্বাস, হরবিলাস সরকার ও গৌরাঙ্গ মন্ডল।
তিনি আরও জানান, প্রতিদিন আগৈলঝাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী উজিরপুর, কোটালীপাড়া, গৌরনদী, কালকিনি, গোপালগঞ্জ, মাদারীপুর, ভুরঘাটা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন এলাকারার হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা ভীড় করেছেন বারপাইকা পূজা মন্ডপে।
সু-দৃশ্য তোরণ দেখতে ভারত থেকে এসেছেন সরস্বতী বেপারী ও রঙ্গলাল বাড়ৈ। তারা নয়নাভিরাম গেট দেখে অভিভূত হয়েছেন। সাথে মন্দির আঙ্গিনায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কিৃতক অনুষ্ঠান। সু-দৃশ্য তোরণ ও পূজা দেখতে আসা পটুয়াখালীর বিশ্বজিত চ্যাটার্জী, ঢাকা থেকে আসা পলাশ সরকার বলেন, তারা পূজার সকল আয়োজন দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন। বিশেষ করে তোরণ ও পদ্মা সেতুর নির্মান শৈলী তাদের মুগ্ধ করেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর বাড়ৈ জানান, এলাকাবাসীর সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমে কাজ করায় মন্দিরের সাজসজ্জা, তোরন ও পদ্মা সেতু নির্মানে তাদের পাঁচ শতাধিক বাঁশ ও ২৫টি গাছ ব্যবহৃত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ বলেন, ১৫৪টি মন্দিরে পূজার মাধ্যমে শুধু বরিশাল বিভাগেরই নয়; উপজেলা পর্যায়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি পূজা মন্ডব হচ্ছে আগৈলঝাড়ায়। এরমধ্যে বারপাইকা কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপে বিগত কয়েক বছর যাবত নয়নাভিরাম আয়োজন করে আসছে। যা সনাতন ধর্মাবল্বীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এছাড়াও আগৈলঝাড়া থানার বর্তমান চৌকস কর্মকর্তা ইনচার্জ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই সার্বজনীন উৎসব সম্পন্ন হওয়া তিনি পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নবমীর রাতে (সোমবার) বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে নয়নাভিরাম নির্মান শৈলী দেখে আর্বিভূত হয়েছেন-বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।