বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ফেডারেশন জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে সমাবেশ শেষে বিক্ষেভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
সমাবেশে কমিউনিস্ট পার্টির জেলা কমিটি সাবেক সভাপতি অ্যাডভোকেট একে আজাদ তার বক্তব্যে বলেন, উপকূলে নজরদারী, ফেনী নদীর পানি বন্টন ও গ্যাস রপ্তানী ভারতের সাথে প্রধানমন্ত্রীর এমন অসম চুক্তির বিরুদ্ধেই লিখেছিল আবরার। বক্তারা খুনীদের দৃষ্টামূলক শাস্তির দাবীসহ অসম চুক্তি বাতিলের দাবি করেন। ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা গণসংহতির আহ্বায়ক দেওয়ান আবদুল রশিদ নিলু, ছাত্র ফেডারেশনের সদস্য মোঃ জাবের, হাসিব আহমেদ, সাইদুল ইসলাম সাকিব, শারমীন আক্তার, শাকিবুল ইসলাম শাফিন, নিলিমা জাহান প্রমুখ।
অপরদিকে একই দাবিতে বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারন শিক্ষার্থী রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রাহুল দাস, ফয়সাল আহমেদ, রেজাউল করীম, আবু বক্কর সিদ্দিক, জাহাঙ্গীর আলম জামাল, নজরুল ইসলাম, তামিম প্রমুখ।
সাধারণ শিক্ষার্থীরা আবরার ফাহাদের সকল হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনের ঘোষনা করেন। চলমান কর্মসূচির অংশহিসেবে বুধবার মোমবাতি প্রজ্জলন ও মশাল মিছিলের আয়োজন করেছেন। এ ছাড়া মঙ্গলবার আজ যোহরবাদ বিএম কলেজ মসজিদে শিক্ষার্থীরা আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে গায়েবী জানাজার আয়োজন করেন।