জেলার গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রাম থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলাম স্বাধীন হাওলাদারের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা ও কান্ডপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার বিথীর (১৫) ঝুলন্ত লাশ দেখে সোমবার সন্ধ্যায় থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, কান্ডপাশা গ্রামের প্রতিবন্ধী স্বাধীন হাওলাদারের একমাত্র কন্যা বুদ্ধি প্রতিবন্ধী বিথি আক্তারের লাশ তাদের বসতঘরের রুয়ার সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দেয়।