কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ। মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে পুলিশ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, উদ্ধারকৃত লাশের মাথার পিছনদিকের কানের কাছে থেথলানো জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।