বিএনপি ধানের শীষকে অবাঞ্চিত করে বিচ্ছিন্য প্রতিকে ভোট করছে বলে মন্তব্য করেন রাজশাহী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আগামি ১৪ অক্টোবর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে রোববার রাত সাড়ে ৮টায় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর স্কুল মাঠে আ.লীগের দলীয় প্রার্থী মেরাজ সরকারের নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাকুড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মেরজ সরকার, পাকুড়িয়া ইউনিয়নের ইউনিয়ন সদস্য মোজাম্মেল হক ভাদু, ইউনিয়ন আ.লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম আরিফ, ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি জহুরুল হক স্বপন, ছাত্রলীগ নেতা সুজন প্রমুখ।