মায়ের সাথে এসে নানার বাড়ীর এলাকায় পুজো দেখা হলো না শিশু আরাধনা’র।
দিনাজপুরের বিরল-বহবলদিঘী সড়কের বিরলে মায়ের সাথে নানার বাড়ী এলাকায় পুজো দেখার উদ্দেশে বেরিয়ে অটোচার্জার ভ্যান উল্টে গেলে আরাধনা (৬) নামে এক শিশুর নিহত হয়েছে।
মৃত: আরাধনা (৬), দিনাজপুর সদর উপজেলার উতরাইল গ্রামের নরেশ চন্দ্রের কন্যা।
সোমবার দুপুর ১টার দিকে শিশু আরাধনা, তার মা দিপ্তি রানীসহ কয়েকজন অটোচার্জার ভ্যানে বিরলের রাণীপুকুর ইউপির রাঙ্গন গ্রামে নানার বাড়ীতে দুর্গা পুজা দেখার জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আরাধনা, তাঁর মা দিপ্তি রাণীসহ অন্যান্যের সাথে নিয়ে অটোচার্জার ভ্যান যোগে বিরলের রাণীপুকুর ইউপির রাঙ্গন গ্রামে নানার বাড়ীতে দুর্গাপুজা দেখার জন্য যাচ্ছিল। ভ্যানটি বিরল-বহবলদিঘী সড়কের বোর্ডহাট মোড় এলাকার ঈদগাহ মাঠের কাছে পৌছলে হঠাৎ ভ্যানটি উল্টে খাদে পড়ে যায়। এতে আরাধনা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাধনাকে মৃত বলে ঘোষণা করেন।
বিরল থানার ওসি গোলাম রসুল এর সত্যতা নিশ্চিত করেছেন।