চিরিরবন্দরে জাতীয় শিক্ষা সপ্তাহ/১৯ ও ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ অক্টোবর বিকেল ৫ টায় উপজেলা বঙ্গবন্ধু হলে স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেলতলী বালিকা উচ্চবিদ্যালয় বালিকা কাবাডি খেলায় উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন ও সাঁতারে একচেটিয়া প্রাধান্য রাখায় ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানান। এ ছাড়াও প্রধান অতিথি অমরপুর ইউনিয়নের কানচিয়ার ঘাট সার্বজনীন দূর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ ও বিভিন্ন উন্নয়নমূলক রাস্তাঘাট পরিদর্শন করেন।