নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত হায়াত খাঁন বিপ্লব প্যারিসের একটি হাসপাতালে ভর্তি আছেন। এর আগে গত ৩ অক্টোবর তাঁর পায়ের ক্ষতস্থানে পুনরায় অপারেশন হয়েছে। এতে তিনি সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। একসময় দল এবং মানুষের জন্য উপজেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন বিপ্লব। কিন্তু তিনি এখন হাসপাতালে শুয়ে শুয়ে নিজের অতীত এবং বর্তমান নানা বিষয়ে চিন্তা করছেন। কখনো কখনো মর্মাহত হচ্ছেন। এরপরেও মনোবল চাঙ্গা করে দল তথা এলাকার মানুষের কথা সব সময় মনের স্মৃতির পাতায় আঁকছেন। বলা চলে শওকত হায়াত খাঁন বিপ্লব ফ্রান্সে এখন কঠিন সময়ের মুখামুখি।
স্থানীয় সূত্র জানায়, বিগত ২০০৪ সালে বিএনপি-জামায়াত নেতা- কর্মীদের বর্বরোচিত হামলার শিকার হন বিপ্লব। তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়লে মহান আল্লাহর রহমতে বেঁচে যান। সেই হামলার পর প্রাণে বেঁচে গেলেও ক্ষত আজও বয়ে চলেছেন নিজের শরীরে। দীর্ঘ ১৫ বছর পরে বিপ্লবের পায়ের পুরনো সেই ক্ষত স্থানে পুনরায় সমস্যা দেখা দেয়। এজন্য গত ৩ অক্টোবর ফ্রান্সের অ্যাসিসট্যান্ট হসপিটাল দ্য প্যারিসে সেই ক্ষত স্থানে অপারেশনও হয়। চিকিৎসকরা জানিয়েছেন- পায়ের পুরনো সেই ক্ষত স্থানে তৎকালীন চিকিৎসকরা স্টিল বসিয়ে ছিলেন। এজন্য পনের বছর পরে সেই জায়গায় পুনরায় অপারেশন বেশ কষ্টসাধ্য ছিল। তাছাড়া এটা বেশ ঝুঁকিপূর্ণ অপারেশন। তবে সেই অপারেশন সফলও হয়েছে। তিনি দ্রুত নিজের সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশী।
সূত্র জানায়, শওকত হায়াত খান বিপ্লব কোম্পানীগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মৃত এমদাদুল হক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিজ কর্মগুণে এলাকায় শওকত হায়াত খান বিপ্লবের বেশ সুনাম রয়েছে। দলের মধ্যে তৃণমুল থেকে বেড়ে উঠা বিপ্লব কোম্পানীগঞ্জে একাধিকবার নাজেহাল হয়েছেন। তবুও আদর্শ থেকে পিছপা হননি তিনি। একসময় দলের জন্য টাকা এবং সময় ব্যয় করেছেন নিঃস্বার্থভাবে। উপজেলা এবং জেলার প্রভাবশালী একাধিক দলীয় নেতৃবৃন্দের সাথে তাঁর সু-সম্পর্ক রয়েছে। ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে লোকজন তাকে ভালবাসেন বলে জানাগেছে। তিনি ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও দেশ-বিদেশে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিপ্লব আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই।
বিপ্লব এর আগে বহু ছেলে-মেয়েকে লেখাপড়া এবং গরীব রোগীদেরও সাহায্য করেছেন। একইসঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সহযোগিতা করায় মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে নানাভাবে নিগৃহীত হয়েছেন। এরপরেও ফ্রান্সে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আন্তরিকভাবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত কোম্পানীগঞ্জের নানা জায়গায় ওই সংগঠনকে মজবুত করার জন্য তিনি মোবাইলে খোঁজ-খবর নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় নেতৃবৃন্দ যে কোন সময় এ বিষয়ে সুদৃষ্টি দেবেন বলে বিপ্লব অত্যন্ত আশাবাদী। বিপ্লবের সাথে মোবাইলে যোগাযোগ করতে আগ্রহীদেরকে +৩৩৬১৮৩২৪৯৩৬ নাম্বারে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, বিগত ২০০৪ বসুরহাট পোস্ট অফিসের সামনে শিবিরের অস্ত্রধারী ক্যাডাররা শওকত হায়াত খাঁন বিপ্লবের ওপর জঘন্য হামলা চালায়। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে তারা। পরে তাকে মৃত ভেবে ডাস্টবিনের সামনে ফেলে চলে যায় ক্যাডাররা। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা লাভের পর কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেন তিনি। তবে সেই হামলার ক্ষত আর যন্ত্রণা বয়ে চলেছেন দীর্ঘ পনেরটি বছর। যন্ত্রণা আর হামলা কথা মনে উঠলে তিনি এখনো আতঙ্কিত হয়ে পড়েন। রাতে ঠিকমত ঘুম হয়না।