ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকে ধাক্কায় মটর সাইকেল আরোহী আমিনুল ইসলাম নামের এক পুলিশ কনষ্টবল নিহত হয়েছে। সে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী পুলিশ ফাড়িতে কর্মরত ছিল। সোমবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা-কয়ারগাছি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা আবদুর রহমান জানান, পুলিশ কনষ্টবল আমিনুল ইসলাম একটি পালসার মটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে ছালাভরা কয়ারগাছি নামক স্থানে আসলে পেছন থেকে ( খুলনা মেট্রো -ট-১১-১৬৪৪) নম্বরের একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে পড়ে গেলে সে ওউ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। ওই সময়ে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি গাড়িতে উঠিয়ে ঝিনাইদহ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়। নিহত আমিরুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ সদরের কাতলামারি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মটর সাইকেল নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিল।
ঘটনাস্থলে থাকা কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এস আই আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।