হৃদরোগে আক্রান্ত হয়ে মস্তিস্কে রক্তক্ষরণ, ডায়াবেটিস ও থাইরয়েডসহ বিভিন্ন জটিলরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাংবাদিক সাইফুল ইসলাম শওকত। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে পরেছে।
তাই উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বঙ্গরতœ শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক সাইফুল ইসলাম শওকত ও তার অসহায় পরিবারের সদস্যরা। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম শওকত বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।