সদ্য অনুষ্ঠিত রংপুর-৩ আসনের উপ-নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের। সোমবার (৭ অক্টেবর) দুপুরে রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমাদের প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়েছেন। এখানকার সবাই জানে জাতীয় পার্টি জিতবে। নৌকা-লাঙল এক থাকায় সাধারণ ভোটারদের আগ্রহ ছিল না। একারণে প্রতিযোগিতামমূলক নির্বাচন হয়নি।
রংপুরকে জাতীয় পার্টির দূর্গ উল্লেখ করে জি.এম কাদের বলেন, রংপুর লাঙ্গলের ঘাটি। এখানকার মানুষের সমর্থন সবসময় জাতীয় পার্টির প্রতি ছিল। যা এবারের নির্বাচনেও প্রমাণ হয়েছে। যদিও নির্বাচনে আগ্রহ ককম থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছিল। আমাদের কর্মী সমর্থকরা তো ভোট দিয়েছে।
বর্তমান সরকারের চলমান দূর্নীতি বিরোধি অভিযান প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, 'দূর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। আমরা মহাজোটে নির্বাচন করার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব।
এসময় সাদ এরশাদের পক্ষে না থেকে দলের যে সব নেতারা নির্বাচনে বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে দলীয় গঠনতন্ত্র অনুযারী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জি.এম কাদের।
এদিকে নব-নির্বাচিত সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর অলমাহি সাদ বলেন, আমি রংপুরের সবাইকে নিয়ে কাজ করব। দলের চেয়ারম্যান, বিরোধি দলীয় নেতা, প্রধানমন্ত্রীসহ সবার সাথে কথা বলে রংপুরকে এগিয়ে নিতে চাই। আমার আব্বার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।
সোমবার সকালে তিনি রংপুরে তিন দিনের সফরে এসে পল্লীনিবাসে গেলে সাদ এরশাদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় জেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবদুল বারীসহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।