বকশীগঞ্জের লাউচাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম,জালিয়াতি, স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহারসহ দূর্নীতির অভিযোগ উঠেছে। লাউচাপড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও একই গ্রামের মৃত হাসেম মিয়ার স্ত্রী আকলিমা বেগম প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানাগেছে,২০১৯ সালে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে একটি চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। গত ২৫ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে তিনি কমিটির কাউকে অবগত না করে একাই মনগড়াভাবে ভোটার তালিকা প্রণয়ন করেন। সেই ভোটার তালিকা মোতাবেক ১০ জন প্রার্থীর কাছে মনোনয় ফরম বিক্রি করা হয়। প্রতিজন প্রার্থীর কাছে মনোনয়ন ফরম বাবদ ৫ হাজার করে টাকা নেয়া হয়। ১০জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর ভোটার তালিকায় কোন নাম নেই। প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকার ১৪৭ নম্বর ভোটার আবদুস সামাদের নাম কর্তন করে ইস্পাহানি নামে এক নারীকে ভোটার তালিকা অর্ন্তভূক্ত করেন। এবং তার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেন। এই ঘটনায় লাউচাপড়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও একই গ্রামের মৃত হাসেম মিয়ার স্ত্রী আকলিমা বেগম অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন বন্ধ করে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন।
অভিভাবক সদস্য প্রার্থী উসমান আলী,মিষ্টার আলী,সাইদুর রহমান,লেবু মিয়া,আলী হোসেন বলেন, প্রধান শিক্ষকের খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতার কারণে নির্বাচনের নামে আমরা দারুনভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হয়েছি।