গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বানে উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে সাধারণ সভা গত ১৯ সেপ্টেম্বর সংসদ সদস্যের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় জাপা নেতা সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাপা মহাসচিব আলহাজ¦ মশিউর রহমান রাঙ্গা এমপি। সভায় তৃণমুল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী ও গতিশীল করতে বিস্তারিত আলোচনান্তে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। গতকাল রোববার উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন করেন জাপা মহাসচিব আলহাজ¦ মশিউর রহমান রাঙ্গা এমপি।
কমিটিতে আহ্বায়ক রয়েছেন মো: নুর আমীন ও সদস্য সচিব মো: আবুল কালাম আজাদ। এছাড়াও সদস্যরা হলেন সামসুল আলম, সাজু আহমেদ লাল, ডা. মো: আজিজুল ইসলাম ( চেয়ারম্যান), আব্দুল্লা আল হাদী ( চেয়ারম্যান), মো: আফতাবুজ্জামান ( চেয়ারম্যান), মো: আবদুল কাদের ( সাবেক চেয়ারম্যান), মো: মোজাম্মেল হক মোশারফ, মো: চাঁদ সরকার, মো: মঞ্জুরুল ইসলাম মিঠু, মো: সুজা উদ্দৌলা সাগর, মো: মাহফুজার রহমান দুলু, মো: আলী আরিফ সরকার রিজু, মো: রেজাউল কবির রঞ্জু।
সম্মেলন প্রস্তুত কমিটিকে জরুরী ভিত্তিতে সকল ওয়ার্ড, ইউনিয়ন কমিটি নতুন আঙ্গিকে গঠনপুর্বক আগামি ৯০ দিনের মধ্যে উপজেলা কমিটি সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়।