আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোমিন স্বদলবলে উপজেলা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কুল্যা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড (আগরদাড়ি ও পুরোহিতপুর) এ সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ আব্দ;ুল মোমিন রোববার (৬ অক্টোবর) সকালে এলাকার বহু সুধী, ভোটার ও সমর্থককে সাথে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় প্রার্থী আঃ মোমিন, সফর সঙ্গী মেজাবাহুল আলম, সন্দ্বীপ কুমার, আঃ আলিম, শুকুর আলি, সুমল চন্দ্র দাশ, সুজন, মিজানুর, আসিফ, রফিকুল ইসলাম, বাবলু রেজা প্রমুখ তার সাথে ছিলেন। তারা আগামি ইউপি নির্বাচনে প্রার্থী হিসাবে মোমিনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।