দিনাজপুরের ঘোড়াঘাট থানা প্রেসক্লাব নেতৃবৃন্দের ঘোড়াঘাট পৌর এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। গতকাল বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাব ও সুজনের(সুশাসনের জন্য নাগরিক) সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের নেতৃত্বে প্রেসক্লাব ও ঘোড়াঘাট রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ পৌর এলাকার ৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী নাসির মুঈদ,সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর সিদ্দিক,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম,দপ্তর সম্পাদক নুরনবি মিয়া রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক লোটাস আহম্মেদ ও আবদুল মোমিন প্রমুখ। বড়গলি কুন্ডুপরিবারের পুজা মন্ডপের সভাপতি তাপস কুমার কুন্ডু,পুর্বপাড়া পূজা মন্ডপের সভাপতি রনজিত কুমার ও সেক্রেটারী রতন কুমার জানান, পূজা অনুষ্ঠান শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়াও সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সেক্রেটারী প্রেসক্লাব ও রিপোর্টাস ইইনটির নেতৃবৃন্দকে পূজা মন্ডপ পরিদর্শনে আসার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।