রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ পরশুরাম বুড়াইল হইতে চিলারঝাড় গামী পাকা রাস্তায় জনৈক মোঃ রাজা মিয়ার বাড়ির আনুমানিক ৩০০গজ উত্তরে ফাকা জায়গায় ছোট ব্রীজের উপর হতে চুরি হওয়া ২ টি ব্যাটরি চালিত অটোরিক্সাসহ আসামি আরিফুল ইসলাম (২৫), পিতা-মোঃ ছগির উদ্দিন, ফরমান মিয়া(২৫), পিতা-মৃত মহুবার রহমান, উভয় সাং-একনাথ (গজঘন্টা), উভয় থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুরদ্বয়-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে পরশুরাম থানায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানায় পরশুরাম থানায়-৩ জনসহ মোট-৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।