রংপুর রিপোর্টার্স ক্লাব এর দ্বি-বাষিক (২০১৯-২০২১ইং) নির্বাচনে সভাপতি পদে আবদুল হালিম আনছারী ও সাধারণ সম্পাদক পদে শাহ্ বায়েজীদ আহম্মেদ সহ অন্যান্য পদে নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি'র (আরএমসিসিআই) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রোববার আরএমসিসিআই'র প্রেসিডেন্ট রেজাউল করিম মিলন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানানো হয়।
এতে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের মাধ্যমে ক্লাবের সদস্যরা আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে রংপুরের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মেট্রোপলিটন চেম্বার প্রেসিডেন্ট। তিনি অভিনন্দন বার্তায় রংপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কিংবা যে কোন প্রয়োজনে পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।