রাজশাহীর তানোর সদরে গোল্লাপাড়া হাটের সরকারি জায়গা দখল করে বানানো দোকানঘর ভেঙ্গে দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। গত রোববার সকাল ১১টার দিকে সেখানে ঘন্টা ধরে উপস্থিত থেকে ফরমান আলীর অবৈধ দোকানঘর ভেঙ্গে দেন ইউএনও।
প্রসঙ্গ, তানোর গোল্লাপাড়া হাটের মুচিপট্টির সরকারি জায়গা দখল করে বেশ কয়েক বছর ধরে গোল্লাপাড়া গ্রামের তপন কুমার চা বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তিনি সেই সরকারি জায়গাটির দখল ৫ লাখ টাকায় বিক্রি করে দেন। উপজেলার কামারগাঁ সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিষ্ট ফরমান আলী সেটি কিনে দখল নেন। এবং সেখানে ওষুদের দোকান বানান। গত ২ আগস্ট ওই চায়ের দোকান ঘরটি রাতারাতি ডেকোরেশন বদলানো হয়।
খবর পেয়ে তানোর ইউএনও নিজে গিয়ে দোকানঘর সিলগালা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে জেলা প্রশাসককে অবগত করেন। এঘটনার প্রায় দুই মাস পরে ইউএনওর সিলগালা ভেঙ্গে ঘর খোলা হয়। এমন খবরে ইউএনওর নির্দেশে তানোর ভূমি অফিসের নাজির (ভারপ্রাপ্ত) সাহিনুর রহমান গত ১ অক্টোবর ওই দোকানঘর আবারও সিলগালা করেন। দ্বিতীয় বারের মতো সিলগালা ভেঙ্গে ফার্মেসীর ওই দোকানঘর খুলে দেন ফরমান আলী। তিনি জামাত মতাদর্শী হলেও তবে, পরে স্থানীয় আওয়ামী লীগের সাথে মিশে তাদের দিয়ে সেই তালা খুলে দেন। এনিয়ে ফরমান আলী জানান, আমি অফিসে ছিলাম, ঘর ভাঙ্গার ব্যাপারে শুনেছি। দেখা যাক কি করা যায় বলে জানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, সরকারি জায়গায় ফরমান আলীর অবৈধ দোকানঘর তার লোকজন ভেঙ্গেছে। আমি সেখানে ঘন্টা ধরে উপস্থিত ছিলাম। তাছাড়া ওই দোকানঘর নিয়ে লোক সমাজে ক্ষোভ ছিল বলে জানান তিনি।