বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাসাইল গ্রামের সাংবাদিক মো. সাইফুল ইসলাম শওকত বিভিন্ন কঠিন ও জটিলরোগে অক্রন্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলাম শওকত জানান, তিনি প্রায় ২৫ বছর সংবাদপত্র ও সাংবাদিকতার পেশায়জরিত। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়-এর সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার মফস্বল সম্পদকের দ্বায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি হৃদরোগ, ডায়াবেটিক্স, মস্তিস্কে রক্তখনন, থাইরোগ সহ কঠিন ও জটিলরোগে অক্রন্ত হয়ে পরেছেন। তার চিকিৎসা করাতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা দরকার। এতটাকা তার পরিবার থেকে যোগার করা অসম্ভব হয়ে পরেছে। তাই এই সাংবাদিকের চিকিৎসা অনিচ্ছিত হয়ে পরেছে।
তিনি বর্তমানে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ৭ নং য়োর্ডের, ২৪ নং বেডে ভর্তি রয়েছেন। সে সকলার কাছে তার জন্য দোয়া কামনা করছেন।