কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাপু মেম্বরের ছেলে ইয়াবা চক্রের সম্রাট শাহিন আলম (২৬)কে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় আটকের পর রাতেই তার বাড়ি তল্লাসী চালিয়ে পুলিশ তার শয়ন কক্ষে বালিশের ভিতর থেকে ২০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। রাজিবপুর থানা সুত্রে জানা গেছে,কোদাল কাটি ইউনিয়ন পরিষদ সদস্য পাপু মিয়ার ছেলে শাহিন আলম রৌমারী উপজেলার আনিছুর রহমান(২৭) ও আসুলিয়া গাজীপুরের জামিউল ইসলাম (২৮) নামের ২ ব্যক্তিকে শুক্রবার রাতে ইয়াবা বিক্রির কথা বলে ডেকে আনে। তাদের কাছে ৮টি ইয়াবা টেবলেট বিক্রি করে। টেবলেটসহ ব্যক্তিদ্বয় যাওয়ার জন্য প্রস্তুুত হলে। কৌশলে আবার তাদের নিকট থেকে টেবলেট গুলো ও কয়েক হাজার নগদ টাকা হাতিয়ে নেয়। পরে তাদের আটক করে সারা রাত বেঁধে রাখে। আরও টাকার জন্য বাড়িতে ফোন করায়। কিন্তু কেউ টাকা নিয়ে আসেনি। এদিকে শনিবার সকালে শাহিনের বাবা পাপু মেম্বর পুলিশকে খবর না দিয়ে তার পরিষদের কয়েক জন চৌকিদার ডেকে এনে গ্রামের কয়েকজন মাতবরকে ডেকে আটক কৃতদের ছেড়ে দেয় এবং তাদের নিকট থাকা ৮টি টেবলেট পুড়িয়ে ফেলে। পরে রাজিবপুর থানা পুলিশ খবর পেয়ে কোদালকাটি গিয়ে পাপু মেম্বরের ছেলে কে থানায় ডেকে আনে। তার তথ্য অনুযায়ী রাজিবপুর থানা পুলিশ এসআই আবুবক্কর সিদ্দিক নেতৃত্বে রাত ৮টার দিকে পাপু মেম্বরের বাড়িতে তল্যাসী চালিয়ে তার ছেলের ঘরের শয়ন কক্ষ থেকে ২০ পিচ ইয়াবা টেবলেট ও বালিশটি উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে শাহিন আলমের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে কুড়িগ্রাম কোর্টে চালাল করা হয়েছে বলে কর্মকর্তা ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন। এলাকাবাসী জানান,শাহীন একজন মাদক সেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। বর্তমানে আইনশৃংখলা বাহিনীর মাদকের প্রতি কঠোর নজরধারীর কারণে সে মাদক নিয়ে বাহিরে না গিয়ে বাড়িতে বসে প্রায়ই এরকম কাববার করে মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় বলে অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।